আন্তর্জাতিক

এবার নেদারল্যান্ডসেও জনসমাগমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

ডেনমার্কের পর এবার নেদারল্যান্ডসেও জনসমাগমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটিতে বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠান আগামী ২০ মে পর্যন্ত বন্ধ থাকবে।

Advertisement

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জনসমাগমের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের জনসামগম নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ডেনমার্কেও জনসমাগমে নিষেধাজ্ঞার মেয়াদ ১০ মে থেকে বাড়িয়ে ১ সেপ্টেম্বর করা হয়েছে।

প্রধানমন্ত্রী রুটে বলেন, আমরা জানি যে, যদি সবকিছু এখন স্বাভাবিক করে দেওয়া হয় তবে নতুন করে আবারও বিস্তাররোধের সুযোগ পাবে এই প্রাণঘাতী ভাইরাস।

করোনার প্রকোপ যেন আর বাড়তে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনই জনসমাগমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

Advertisement

এদিকে, আগামী ১১ মে থেকে প্রাইমারি স্কুল পুণরায় চালু হচ্ছে। তবে এক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আনা হয়েছে। একটি ক্লাসের সব শিক্ষার্থী একদিনে ক্লাস করতে পারবে না।

একটি ক্লাসের শিক্ষার্থীদের দু'টি ভাগে ভাগ করা হবে। এক ভাগ একদিনে ক্লাস করবে। অপর দলটি পরেরদিন ক্লাস করবে। এভাবেই আপাতত শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে যাওয়া হবে।

বর্তমান বিশ্বে ভয়াবহ বিপর্যয় তৈরি করেছে করোনাভাইরাস। মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। সে কারণে যতটা সম্ভব লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এ সময় লোকজনকে বাড়িতেই অবস্থান করতে বলা হচ্ছে এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিভিন্ন দেশেই কঠোরভাবে এই নিয়মগুলো পালন করা হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যায় সেজন্য বার বার এসব বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। করোনার প্রকোপ থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

টিটিএন/জেআইএম