আন্তর্জাতিক

আইসোলেশনে নেয়া হতে পারে ইমরান খানকে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা টেস্ট করতে তোড়জোড় শুরু হয়েছে। প্রয়োজনে তাকে আইসোলেশনেও যেতে হতে পারে। পাকিস্তানের এক সমাজকর্মীকে ঘিরে ইমরানের শরীরে করোনাভাইরাস এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সমাজকর্মীর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ফলে, ইমরানেরও সংক্রামিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সিইও, তার ব্যক্তিগত চিকিৎসক, ফয়জল সুলতান মঙ্গলবার জানান, ইমরান খান দেশের দায়িত্বপূর্ণ নাগরিক। তাকে করোনা পরীক্ষা করাতে হবে। প্রয়োজন পড়লে আইসোলেশনেও যেতে হতে পারে।

তিনি জানান, পাকিস্তানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২০০ জন। সরকারি একটি সূত্রে জানা গেছে, প্রয়াত সমাজকর্মী, ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সাত্তার ইধির ছেলে ফয়জল ইধি গত সপ্তাহে ইসলামাবাদে ইমরানের সঙ্গে বৈঠক করে যান। প্রধানমন্ত্রীর করেনা তহবিল ফান্ডে ১০ মিলিয়ন ডলার অনুদানও দেন। মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ হতেই ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ে।

Advertisement

এমআরএম