জামালপুরে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ জন।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের চারজন, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাংবাদিকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। এছাড়া দেওয়ানগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্তরা হলেন একটি অনলাইন নিউজ পোর্টালের জামালপুর প্রতিনিধি, এক পুলিশ কর্মকর্তা, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও একই হাসপাতালের তিনজন স্বাস্থ্যকর্মী।
নাঈম আলমগীর/এএম/পিআর
Advertisement