জাতীয়

জেদ্দায় বাংলাদেশি কর্মকর্তার স্ত্রী-সন্তানরাও করোনায় আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর (লেবার) মো. আমিনুল ইসলামের পর তার স্ত্রী সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Advertisement

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

আমিনুল ইসলামের শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, তার বেশ জ্বর ছিল। সেটা কমেছে। তিনি কিছুটা ভালো আছেন।

রাষ্ট্রদূত মসীহ বলেন, মো. আমিনুল ইসলামের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরে তার স্ত্রী সন্তানদের আলাদা করে রেখে করোনা পরীক্ষা করা হয়। তাদেরও কোভিড-১৯ পজিটিভ এসেছে। কারও অবস্থাই ক্রিটিকাল নয়। সবারই চিকিৎসা চলছে।

Advertisement

এর আগে, গত ১৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত কাউন্সিলর (লেবার) মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

জানা যায়, ২০ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপরেই তার দেহে করোনার লক্ষণ প্রকাশ পায়।

জেপি/এফআর/এমএস

Advertisement