মানিকগঞ্জে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুইজনই নারী। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয়জনে।
Advertisement
নতুন আক্রান্ত দুই নারীর একজনের বাড়ি মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায়। অপরজন শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিবালয়ের ওই নারীর (২৯) স্বামী ঢাকায় বিআরটিএতে চাকরি করেন। স্বামী ও এক শিশুসন্তান নিয়ে ওই নারী ঢাকার গেন্ডারিয়ায় থাকতেন। জ্বর, সর্দি-কাশি হওয়ায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বামী ও সন্তানকে নিয়ে শিবালয়ে বাবার বাড়িতে আসেন তিনি। এরপর রোববার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী, তার স্বামী ও সন্তানের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষায় নারীর করোনা পজিটিভ আসে। তবে তার স্বামী ও সন্তানের করোনার ফলাফল নেগেটিভ আসে।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক বলেন, বর্তমানে ওই নারী সুস্থ আছেন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে।
Advertisement
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, পৌর এলাকার ওই নারীর (৩০) আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। কয়েকদিন আগে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রোববার জেলা সদর হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। দুপুরে সেখান থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়। ওই নারীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হবে।
এ পর্যন্ত জেলার সিংগাইর উপজেলায় তিনজন, সদর উপজেলায় তিনজন, শিবালয়ে দুইজন এবং হরিরামপুর উপজেলায় একজনসহ মোট নয়জন করোনায় আক্রান্ত হলেন।
বি.এম খোরশেদ/এএম/পিআর
Advertisement