গণমাধ্যম

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় এডিটরস গিল্ডের গভীর উদ্বেগ

চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জেরে জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিটরস গিল্ড বাংলাদেশ-এর সভাপতি মোজাম্মেল বাবু এই উদ্বেগ জানান।

এতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জেরে দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী।

‘ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা সাংবাদিক সমাজের কাছে কখনও গ্রহণযোগ্য নয়। এডিটরস গিল্ড মনে করে, সম্পাদকদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করা বাকস্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।’

Advertisement

এতে আরও বলা হয়, ‘সাংবাদিক সমাজ একদিকে করোনাভাইরাসের কারণে এই মহাদুর্যোগের সময় নিরলস পরিশ্রম করে জনগণকে তথ্য সেবা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী ও সরকারের নেয়া নানা পদক্ষেপ দেশ ও জাতির সামনে তুলে ধরছে। একই সঙ্গে কোথাও কোনও অনিয়ম ও অসঙ্গতি থাকলে সেটাও মানুষ ও নীতিনির্ধারকদের সামনে আনা গণমাধ্যমের দায়িত্ব।’

‘এডিটরস গিল্ড মনে করে, এ ধরনের মামলার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে সাংবাদিক সমাজের দ্বন্দ্ব তৈরি করার অপচেষ্টা করছে একটি মহল। এই মহলটি বাকস্বাধীনতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ব্যাহত করার চক্রান্তে লিপ্ত বলে মনে করে সংগঠনটি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিটরস গিল্ড সভাপতি বলেন, ‘আমরা আশ্বস্ত হয়েছিলাম যে, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট বিবেচনা করা হবে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের একটি নির্দেশনাও রয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই সম্পাদকদ্বয়কে হয়রানি না করার জন্য। এডিটরস গিল্ড সাংবাদিকদের নিরাপত্তা দাবি করছে। সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ করে প্রতিকার চাইতে পারতেন। আমরা যেকোনও হয়রানির নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি মামলা প্রত্যাহার করে নেবেন।‘

এদিকে দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদকদের আরেক সংগঠন সম্পাদক পরিষদও। তারা দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা দ্রুত প্রত্যাহারের দাবিও জানিয়েছে।

Advertisement

এইচএ/পিআর