ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (২১ এপ্রিল) তার রিপোর্ট পজেটিভ আসে। তাকে জিঞ্জিরায় করোনার জন্য বিশেষায়িত ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জাগো নিউজকে বলেন, গত রোববার অসুস্থ বোধ করায় ওই কারারক্ষীর করোনা সংক্রমণ সন্দেহে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়ার পর তাকে জিঞ্জিরা ২০ শয্যা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহবুব আলম বলেন, করোনা আক্রান্ত কারারক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগারে কখনো ডিউটি করেননি। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে পুরোনো কারাগারে ডিউটি করেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দিদের বিষয়টি দেখভাল করেন ওই কারারক্ষী।
জেইউ/এমএসএইচ/পিআর
Advertisement