মহামারি করোনাকে রুখতে কতই না পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্বব্যাপী। মানুষ ঘরিবন্দি হয়ে থেকে মানসিক ভাবেই ভেঙে পড়ছেন। এসব মানুষের মনে সাহস জোগাতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হলো গানের ভিডিও। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে গানটি।
Advertisement
‘এই বাংলা আমার হাসবে আবার’ শিরোনামে গানের ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ভিডিওটির শেষে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের লেখা কবিতা দিয়ে মমতা বলেন, ‘দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই ভয় পায়। দুর্যোগ একটা শব্দ, শুনলেই সবাই জব্দ।’
গানটির কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন শাশ্বত সিংহ এবং নিকিতা গাঁধি। আর সুর সংগীত করেছেন অরিন্দম।
ভিডিওটিতে হাজির হয়েছেন পাওলি দাম, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তি চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা ব্যানার্জি, নুসরাত জাহান প্রমুখ। প্রত্যেকেই নিজ বাসা থেকে এতে অংশ নিয়েছেন।
Advertisement
এর আগে মহামারি করোনা নিয়ে কলকাতায় তৈরি হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালক অরিন্দম শীলের সে কাজে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, দেব ও রুক্মিণী।
এমএবি/পিআর