করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় রাজবাড়ীতে দ্বিতীয় দফায় লকডাউনের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়িয়ে এ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক দিলসাদ বেগম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের সময় জেলায় জনসাধারণ প্রবেশ ও বাহির নিষেধ। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ ও এ জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। এমনকি আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
এছাড়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে রাজবাড়ী জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও বাহির বন্ধ থাকবে এবং এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।
Advertisement
এর আগে ১১ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলায় ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ওই দিন থেকে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল রাজবাড়ী জেলাকে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সময় বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তির নির্দেশনা সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি।
রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ
Advertisement