করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রান্তিক চাষিসহ সকল খামারি, উৎপাদক, সরবরাহকারী এবং উদ্যোক্তাদের ঋণ গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) এক অফিস আদেশে মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্টদের মাঝে এ সংক্রান্ত প্রচারণার নির্দেশনা দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, দেশব্যাপী চলমান করোনা মহামারি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিরূপ প্রভাব ফেলছে। মাংস, দুধ, ডিমসহ অন্যান্য সামগ্রী উৎপাদন, সরবরাহ এবং বিপণনে সরকারের নানামুখী পদক্ষেপের পরও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। ফলে খামারি ও উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খামারি, উৎপাদক ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এই প্যাকেজের ব্যাপক প্রচারের নির্দেশনা হয় আদেশে।
Advertisement
উল্লেখ্য, কৃষি খাতে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ গত ১৩ এপ্রিল চলতি মূলধনভিত্তিক কৃষি খাত তথা মৌসুমভিত্তিক ফুল ও ফল চাষ, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ খাতে পর্যাপ্ত অর্থ সরবরাহে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম গঠন ও পরিচালনা নীতিমালা জারি করেছে।
এমইউএইচ/এইচএ/এমকেএইচ