ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন না নিয়ে করোনাভাইরাসের টেস্টিং কিট ক্রয়-বিক্রয়ের অভিযোগে রাজধানীর রাজারবাগ এলাকার শহীদবাগে তিনজনকে এক বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রাজারবাগ ২নং গেট সংলগ্ন শহীদ নগরে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৩০০ করোনা টেস্টিং কিট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জাগো নিউজকে বলেন, অভিযুক্তদের দাবি তারা ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে কিটগুলো আমদানি করেছেন। কিন্তু এর স্বপক্ষে তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। যদি থাকেও তাদের কাছে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতিপত্র নেই। অনুমোদন ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট ক্রয়-বিক্রয়ের দায়ে প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেককে এক বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেয়া হয়েছে।
জেইউ/এএইচ/এমএস
Advertisement