ভারতের চেন্নাইয়ে চিকিৎসায় গিয়ে লকডাউনের কারণে আটকে পড়া আরও ১৬৪ জনকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে চেন্নাই থেকে ১৬৪ জনকে ফিরিয়ে আনা ইউএস-বাংলার বিএস-২১০ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটের সিট সংখ্যা ছিল ১৬৪, অর্থাৎ কোনো আসন ফাঁকা আসেনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম জাগো নিউজকে ফ্লাইট অবতরণের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবারের বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন আরও ১৬৪ জন। এ নিয়ে চেন্নাইয়ে আটকেপড়া মোট ৩২৮ জন দেশে ফিরলেন।
Advertisement
বিমানবন্দর সূত্র জানায়, আগত সবাইকে ভারতেই করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের সবার ফলাফল ‘নেগেটিভ’। তারা সেই টেস্টের কপি নিয়েই দেশে ফিরেছেন। তবুও বিমানবন্দরে তাদের স্ক্রিনিং হবে। স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ছয়টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে ইউএস-বাংলা। ২০-২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবেন তারা।
এআর/এএইচ/পিআর
Advertisement