জাতীয়

দিল্লিতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরবেন শুক্রবার

ভারতের দিল্লিতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) তাদের দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে দেশে ফেরানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামি ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এ ফ্লাইটের টিকিট ‘বিমানের মোবাইল অ্যাপ’ এবং ‘ওয়েব সাইট’ থেকে ক্রয় করা যাবে।

বিমান জানায়, ফ্লাইটটিতে মোট ১৬২ জন দেশে ফিরতে পারবেন। ফ্লাইটের ইকনমি ক্লাসে ১৫০ এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।

Advertisement

দেশে ফিরতে আগ্রহীদের মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত টিকিট কেনার আহ্বান জানিয়েছে বিমান।

এআর/এএইচ/জেআইএম