জাতীয়

ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের ছাড় নেই : মন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণের এই বৈশ্বিক মহামারিতে যেসব জনপ্রতিনিধি গরিব জনগোষ্ঠীর জন্য দেয়া ত্রাণসামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাৎ করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্যসহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বণ্টন করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাহলে ত্বরিত ব্যবস্থা নেয়া হচ্ছে। ত্রাণ নিয়ে নয়-ছয় করা হলে কোনো ধরনের অনুকম্পা দেখানো হবে না।

মন্ত্রী বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতে জড়িত বেশকিছু জনপ্রতিনিধিকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, শুধু বহিষ্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখিও করা হয়েছে।

Advertisement

খালের বিষয়ে মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশে বয়ে যাওয়া খালগুলো আসন্ন বর্ষার আগে পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে পানি নিষ্কাশন ও ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য খালগুলো পরিষ্কারে জোর দিয়েছি। তিনি উত্তরা এলাকার বেশকিছু খাল পরিদর্শন করেন।

খাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমইউএইচ/এএইচ/জেআইএম

Advertisement