জাতীয়

জেএমআই’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদফতরে আবেদন

মানহীন মাস্ক এন-৯৫ উৎপাদনের অভিযোগে জেএমআই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

Advertisement

সম্প্রতি মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ হাজার পিস মানহীন মাস্ক এন-৯৫ সরবরাহ করার অভিযোগ ওঠে জেএমআইয়ের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

অভিযোগ দায়েরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। প্রায় সব শ্রেণির লোক আক্রান্ত হচ্ছেন করোনায়। করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের নিরাপত্তার জন্য এন-৯৫ মাস্ক ব্যবহার খুবই জরুরি।

Advertisement

তবে সম্প্রতি মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ হাজার পিস এন-৯৫ মাস্ক সরবরাহ করে জেএমআই। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলো ফেরত পাঠায় এবং এগুলো মানসম্মত নয় বলেও স্বীকার করে জেএমআই কর্তৃপক্ষ।

এফএইচ/এসআর/জেআইএম