আন্তর্জাতিক

রাশিয়ায় একদিনে আরও সাড়ে পাঁচ হাজার করোনায় আক্রান্ত

রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এরই মধ্যে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে।

Advertisement

মঙ্গলবার রাশিয়ার করোনাভাইরাস রেসপন্স সেন্টার জানিয়েছে, সোমবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৪২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৬৩ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৫১ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৬ জন।

মূলত চলতি মাসের শুরু থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে রাশিয়ায়। তবে কড়া বিধিনিষেধ ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার কারণে এখনও সেখানে মহামারির প্রকোপ ইউরোপ-আমেরিকার চেয়ে বেশ কম।

Advertisement

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ