বিনোদন

শতাব্দী-বিজরীর বৈশাখের হাওয়ায় অন্যরকম বার্তা

স্ত্রী বিজরী বরকতুল্লাহ ও সন্তানকে নিয়ে বস্তিতে থাকেন শতাব্দী ওয়াদুদ। পান্তা ভাত তো রোজই খেতে হয়। বৈশাখের দিন ছোট ছেলেটি ইলিশ খাওয়ার বায়না ধরে মা-বাবার কাছে। কী করবেন গৃহকর্তা?

Advertisement

এদিকে বস্তিতে বসবাসকারী এই পরিবারটির সঙ্গে অলক্ষে একটা যোগসূত্র তৈরি হয় এলাকার শিক্ষিত তরুণ-তরুণী মিশু সাব্বির, শাহতাজসহ আরো কয়েকজনের। এই দুই পক্ষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বৈশাখের হাওয়া’ টেলিছবিটি। এতে সুন্দর ও সময়োপযোগী একটি বার্তা দেওয়া হয়েছে।

পাঠকের লেখা গল্প নিয়ে তৈরি 'বৈশাখের হাওয়া' এরই মধ্যে এক্সক্লুসিভলি দেখেছেন বাংলাফ্লিক্স-এর দর্শকরা। এবার এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

টেলিছবিটিতে আছেন শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতুল্লাহ, মিশু সাব্বির, শাহতাজ, মালিহা, নানজিবা, শ্রাবণ প্রমুখ। জি এম আজমের লেখা গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টেলিছবির জন্য 'নববর্ষ' নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া।

Advertisement

এমএবি/এমকেএইচ