ক্রিকেট মাঠের শেন ওয়ার্ন নিঃসন্দেহে কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু মাঠের বাইরের ওয়ার্ন? খেলোয়াড়ি জীবনের বাইরের ওয়ার্নের নামের সঙ্গে রয়েছে অনেক বিতর্ক। মদ, নারী আর সিগারেটের প্রতি সবসময়ই ছিল তার বাড়তি আসক্তি। যা ওয়ার্নকে দিয়েছে ‘ব্যাড বয়’ তকমা।
Advertisement
এ কিংবদন্তি লেগস্পিনারের জীবনের তেমনই একটি ঘটনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ওয়ার্নের সতীর্থ মাইকেল ক্লার্ক। সেটি ২০০৬ সালের ঘটনা। অ্যাশেজের আগে প্রস্তুতি ক্যাম্পে শুধুমাত্র সিগারেট নেয়ার জন্য নিজের জামাকাপড় রেখে যেতেও রাজি হয়েছিলেন ওয়ার্ন।
২০০৬ সালের অ্যাশেজ সিরিজ শুরুর আগে জন বুকাননের অধীনে তিনদিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেখানে মানসিক প্রশান্তির জন্য শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য কিছু নেয়ার অনুমতি ছিল না অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
কিন্তু ওয়ার্ন ছিলেন ব্যতিক্রম। তিনি নিজের তিন জোড়া অন্তর্বাস এবং তিন জোড়া মোজার বদলে নিয়েছিলেন ৬ প্যাকেট সিগারেট। অবশ্য বুকাননের নিয়মের কারণেই জামাকাপড় রেখে যেতে হয়েছিল ওয়ার্নকে।
Advertisement
এ বিষয়ে ক্লার্ক বলেন, ‘ওয়ার্নের মতো একজন, যে কি না ধূমপান করতে ভালোবাসে, তার জন্য সিগারেট ছাড়া থাকা অসম্ভব। তাই তখন সে বলে দিয়েছিল, সিগারেট না পেলে সেও যাবে না ক্যাম্পে। বিষয়টা তখন পঞ্চম বিশ্বযুদ্ধের পর্যায়ে চলে যায়।’
ওয়ার্নের এই অবস্থা দেখে বুকানন একটি ছাড় দেন। জানিয়ে দেন, প্রতি প্যাকেট সিগারেটের জন্য নিজের প্রয়োজনীয় একটি জিনিস বাদ দিতে হবে ব্যাগ থেকে। অগত্যা নিজের অন্তর্বাস ও মোজা রেখে সিগারেট নিয়েই যান ওয়ার্ন।
ক্লার্কের ভাষ্যে, ‘ওয়ার্ন তিন জোড়া অন্তর্বাস ও তিন জোড়া মোজা বাইরে রেখে ৬ প্যাকেট সিগারেট নিয়ে নিলো! ক্যাম্পে ঘাসের মাঝখানে শুধুমাত্র স্লিপিং ব্যাগ, কোন কভার দেয়া নেই, চারদিকে অন্ধকার- এমন অবস্থায় দেখা যেত সিগারেটের কমলা শিখা জ্বলছে। সবাই বুঝে যেত এটা ওয়ার্নের কাজ।’
ক্যাম্পে এমন পাগলামি করলেও মাঠের খেলায় বরাবরের মতো উজ্জ্বল ছিলেন ওয়ার্ন। সেবার ইংল্যান্ডে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেছিলেন ওয়ার্ন।
Advertisement
এসএএস/এমকেএইচ