দেশজুড়ে

১৮ বছর পর লক্ষ্মীপুরের ২ ইউপিতে নির্বাচন

প্রায় ১৮ বছর পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ও চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের কম উপস্থিতি ছিল। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।এদিকে পুলিশি হয়রানি, প্রার্থীসহ ভোটারদের মারধর ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ এনে বুধবার রাতেই এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চররমিজ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও চরগাজী ইউনিয়নের মীর আক্তার হোসেন বাচ্চু। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চর রমিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৭ জন। চরগাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩ জন প্রার্থী হয়েছেন। চর রমিজ ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ২০১ জন। এরমধ্যে ১১ হাজার ৭৪৪ জন পুরুষ এবং ১১ হাজার ৪৫৭ জন নারী ভোটার রয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। চর গাজীতে ভোটার ২০ হাজার ২৮৪ জন। ১০ হাজার ১৯৭ জন পুরুষ এবং ১০ হাজার ৮৭ জন নারী ভোটার রয়েছেন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি। রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ জাগো নিউজকে জানান, ১৯৯৭ সালে ওই দুই ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ও চর জুবলী ইউনিয়নের সঙ্গে সীমানা বিরোধ সংক্রান্ত মামলার কারণে ২০০২ সালে নির্বাচন কমিশন ওই দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত রাখে। পরে ২০১১ সালে নির্বাচনের উদ্যোগ নেয়া হলে উচ্চ আদালতের নির্দেশে পুনরায় নির্বাচন স্থগিত করা হয়। গত ২৭ আগস্ট নির্বাচন কমিশন ওই দুই ইউনিয়নে নির্বাচন করার জন্য প্রজ্ঞাপণ জারি করে। প্রজ্ঞাপণের নির্দেশনা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।কাজল কায়েস/এমজেড/আরআইপি

Advertisement