করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। এই অবস্থায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। এসব মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থা। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এসব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন।
Advertisement
তাদেরই একজন আরিফুল ইসলাম আরিফ। ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের এই কর্মী নিজ এলাকায় অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালী এলাকায় তিনি ৬০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন। এসব ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান ইত্যাদি।
এছাড়া তার উদ্যোগে পাঁচ শতাধিক বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং নিম্নআয়ের মানুষের মাঝে ৫০০টি সাবান বিতরণ করা হয়।
তার এ উদ্যোগের সঙ্গে জড়িত আছে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন শোভন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সেলিম রেজা, শালিকা (আসমানখালীর পার্শ্ববর্তী গ্রাম) গ্রামের শেখ রাকিব, রাসেল, মিরাজ, আকাশ, আশিক, টিটো, হাসান, ফারুক, নোমান, সাগর, তরিকুল এবং সাহেবপুর গ্রামের জিংকু।
Advertisement
ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘আমার পারিবারিক উদ্যোগে ৬০টি পরিবারের জন্য ত্রাণ বিতরণ করা হয়েছে। এর সিংহভাগ খরচ পরিবারই বহন করেছে। বাকিটা আমি বিভিন্নজনের কাছ থেকে সংগ্রহ করেছি। আগামীতে এলাকার পরিস্থিতি অনুযায়ী আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রাখব এবং মানবতার সেবায় সবসময় জনগণের পাশে থেকে করোনাভাইরাসের মহামারি মোকাবিলা করব।’
৫ নম্বর গাংনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের আবু বলেন, ‘আমি ছাত্রলীগের এই উদ্যোগ সম্পর্কে অবগত আছি। কঠিন এই সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামীতে তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।’
এসআর/জেআইএম
Advertisement