শাহ সুহেল আহমদ, ফ্রান্স (প্যারিস) থেকে
Advertisement
ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনসহ এখন পর্যন্ত দেশটিতে ২০ হাজার ২৬৫ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরোম সালমোঁ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গেল পহেলা মার্চ থেকে ফ্রান্সে করোনাভাইরাসে মৃত্যু শুরু হয়। এখন পর্যন্ত ফ্রান্সে কমপক্ষে ২০ হাজার ২৬৫ জন মারা গেছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ৫১৩ জন এবং বৃদ্ধাশ্রমগুলিতে ৭ হাজার ৫৫২ জন মারা যান।
মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালেও ফ্রান্সের প্রধানমন্ত্রী (অ্যাডওয়ার্ড ফিলিপ) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ১১ মের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রধানমন্ত্রী ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমাদের ভাইরাস নিয়ে বাঁচতে শিখতে হবে’।
Advertisement
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মেক্রন জানিয়েছিলেন, আগামী ১১ মের পর লকডাউন থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ধীরে ধীরে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
এদিকে, কারোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৩৭ হাজার ৪০৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৯৭ হাজার ৭০৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫ হাজার ৫৮৩ জন।
এমআরএম
Advertisement