পাবনার সুজানগর উপজেলায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের (৩০) বাড়ি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর খন্দকার পাড়া গ্রামে।
Advertisement
সুজানগর হাসপাতালের আরএমও সেলিম মোরশেদ ওই যুবকের করোনা আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, সোমবার আক্রান্ত যুবকের পরিবারের অন্য সাত সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গিয়ে ওই বাড়িসহ গ্রামটি লকডাউন করে দেয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল মিলে কাজ করতেন ওই যুবক। অসুস্থ অবস্থায় ১০ দিন আগে তিনি বাড়ি আসেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে দুদিন পরই চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ সময় তার পরিবারের পক্ষ থেকে তার ছেলের জন্ডিস হয়েছে বলে দাবি করা হয়। পরে ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে ওই যুবক ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
এর আগে গত ১৬ ও ১৮ এপ্রিল পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউিনিয়নের বামনগ্রামে এবং হান্ডিয়াল ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে দুই ব্যক্তির করোনা পজিটিভ হয়। এরা দুজনই নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসার পরই করোনা শনাক্ত হয়।
একে জামান/এএম/জেআইএম