চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলায় প্রথম করোনা পজিটিভ ওই ব্যক্তি নারায়ণগঞ্জ জজ কোর্টের এমএলএসএস। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ১৫ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন আব্দুল বারী। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। আগামী ২৮ এপ্রিল তার হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল। চাঁপাইনবাবগঞ্জে আসার পর তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সোমবার (২০ এপ্রিল) রাজশাহীর পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসে।
Advertisement
এদিকে করোনা শনাক্তের পর ওই এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং চরমোহনপুর এলাকায় বাইরের মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এজেডএম নুরুল হক।
আব্দুল্লাহ/এফএ/এমএস
Advertisement