অর্থনীতি

করোনারোধে সুরক্ষা সামগ্রী দিল এনআরবিসি ব্যাংক

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহর হাতে ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

একই দিনে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেলার খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি হাসপাতালের জন্য সাড়ে চারশ পিপিই, ৫০০ সার্জিক্যাল মাস্ক, ৭৫টি কেএন-৯৫ মাস্ক এবং বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিয়েছে এনআরবিসি ব্যাংক ।

Advertisement

এসআই/এএইচ/এমএস