খেলাধুলা

কোহলি-রোহিতদের নিয়ে বিতর্কিত মন্তব্য ইউসুফের

সাধারণত নিজের দেশ পাকিস্তানের ক্রিকেট নিয়েই সরব থাকতে দেখা যায় মোহাম্মদ ইউসুফকে। স্বদেশি কোচ, খেলোয়াড়দের ধুয়ে দিতে দ্বিধা করেন না কিংবদন্তি এই ব্যাটসম্যান। তবে এবার আর নিজেদের নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসলেন সাবেক এই ব্যাটসম্যান।

Advertisement

মোহাম্মদ ইউসুফ পরিষ্কার ভাষায়ই বলে দিলেন, ভারতীয় দলে আগের মতো মানসম্পন্ন খেলোয়াড় নেই। কোনোভাবেই শচিন-দ্রাবিড়দের সঙ্গে তুলনা চলে না এখনকার দলের কোহলি-রোহিতদের।

তাদের সময়ে দলগুলোতে যেমন বড় বড় খেলোয়াড় ছিল, এখনকার দিনে তেমনটা নেই বলেই মনে করেন মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘আগে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোতে ৩-৪ জন ভালোমানের খেলোয়াড় ছিল। ভারতের কথাই ধরুন। এই দলে ছিলেন দ্রাবিড়, শচিন, শেবাগ, গাঙ্গুলি, লক্ষ্মণ আর যুবরাজ সিং। এই ছয় ব্যাটসম্যান একই দলে খেলেছেন।’

পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে ইউসুফ আরও বলেন, ‘এখনকার ভারতীয় দলে তেমন ব্যাটসম্যান নেই। আপনি এখনকার খেলোয়াড়দের শচিন এবং দ্রাবিড়ের মানের সঙ্গে তুলনা করতে পারেন না।’

Advertisement

তবে কি বিরাট কোহলিকে বড় ব্যাটসম্যান বলা যাবে না? কোহলিকে অবশ্য এই সময়ের এক নম্বর ব্যাটসম্যান মানতে রাজি ইউসুফ। স্বদেশি বাবর আজমকে নিয়েও ভীষণ আশাবাদী তিনি।

ইউসুফ বলেন, ‘সন্দেহ নেই কোহলি এখন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। যদি বাবর আজম উন্নতিটা বজায় রাখতে পারে, তবে সে-ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় হতে পারবে।’

এমএমআর/জেআইএম

Advertisement