করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতরের প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থেকে দায়িত্ব পালনে পুনঃনির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
Advertisement
ইতোপূর্বে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হলেও করোনা সংকটকালীন এর কিছু ব্যত্যয় ঘটায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নির্দেশে পুনরায় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়।
অফিস আদেশে কর্মকর্তাদের জরুরি চিকিৎসা, কৃত্রিম প্রজনন, টিকা প্রদান, পরামর্শ সেবা, জনসচেতনতা বৃদ্ধিমূলক কাজ এবং বিভিন্ন বয়সী হাঁস-মুরগি, গবাদিপশু, মাছের পোনা, মাছ, মাংস, দুধ, ডিম, প্রাণীজাত পণ্য, পোলট্রি, পশু ও মৎস্য খাদ্য, কৃত্রিম প্রজননসহ প্রাণী চিকিৎসা কাজে ব্যবহৃত ওষুধ ও সরঞ্জামাদি নিরবচ্ছিন্ন উৎপাদন, পরিবহন এবং বিপণনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।
একই আদেশে কর্মকর্তাদের মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করে মাঠ পর্যায়ে উদ্ভূত সংকট সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কন্ট্রোল রুমে তাৎক্ষণিকভাবে অবহিত করার পাশাপাশি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোরও নির্দেশনা দেয়া হয়েছে এ অফিস আদেশে।
Advertisement
এমইউএইচ/এমএফ/এমএস