মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর এক ব্যক্তি (৬০) করোনা আক্রান্ত হয়ে সোমবার ভোরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। ওই পরিবারের বাকি পাঁচ সদস্যই এখন মহামারি করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতকে জানাজা শেষে ঢাকার তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামের ওই ব্যক্তি গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে ১৩ এপ্রিল তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ভোরে মারা যান। বর্তমানে তার স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং কাজের মেয়েও এই মহামারি ভাইরাসে আক্রান্ত। ওই পরিবারটি ঢাকার গেন্ডারিয়ায় বসবাস করতেন। ঢাকায় তার ডিজিটাল কাপড়ের প্রিন্টিংয়ের ব্যবসা রয়েছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ীর যশলং ইউনিয়ন চেয়ারম্যান আলমাছ চোকদার সোমবার সন্ধ্যায় জানান, নিহতের লাশ ঢাকায় দাফন করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা করোনা আক্রান্ত হলেও তাদের অবস্থা একটু ভালোর দিকে বলে শুনেছি।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, নিহতকে আইএসডিআর এর নিয়ম অনুযায়ী ঢাকায় দাফন করা হয়েছে। ওই পরিবারের আরও পাঁচ সদস্য করোনায় আক্রান্ত বলে ওই পরিবার সূত্রে জেনেছি।
Advertisement
নিহতের ভাগনে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল দেওয়ান জানান, ১০ এপ্রিল অসুস্থ হয়ে তার মামা ও মামার বড় মেয়ে কুর্মিটোলায় ভর্তি হন। পরদিনই ১১ এপ্রিল অসুস্থ হয়ে তার স্ত্রী, ছোট মেয়ে, ছেলে এবং কাজের মেয়ে একই হাসপাতালে ভর্তি হন। পরিবারের ছয় সদস্যের সবাই করোনা আক্রান্ত হয়ে কুর্মিটোলায় ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, পাঁচজনের রিপোর্ট পজেটিভ আসলেও তার স্ত্রীর রিপোর্ট এখন পর্যন্ত হাতে আসেনি। বড় মেয়ে একটু সুস্থ হলেও স্ত্রীর অবস্থার অবনতি হচ্ছে।
এফএ/জেআইএম
Advertisement