কর্মহীন মানুষদের ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে টাকা আদায়ের সময় রাজধানীর বাড্ডা এলাকার দক্ষিণ আনন্দনগর থেকে গত ১৬ এপ্রিল একটি প্রতারক চক্রের ছয় সদস্যকে হাতেনাতে গেফতরা করা হয়। শনিবার (১৮ এপ্রিল) তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
শনিবার (১৮ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বাড্ডা থানার পুলিশ। এই ঘটনায় বাড্ডা থানায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাড্ডা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মো. মনির হোসেন (৫২), কাউসার আহাম্মেদ (২৩), মো. রমজান হোসেন (২৫), সোবহান ফকির (২৯), মো. সজিব (২০) ও মো. জসিম (২৬)।
এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৫০০ টাকাসহ ১১৫ জনের নামের তালিকার একটি খাতা, ছবি ও ভোটার আইডি কার্ড উদ্ধার হয়। এরপর তাদের নামে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।
Advertisement
জেএ/এমএফ/এমএস