গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষক আমির হোসেনকে নিয়ে সম্প্রতি জাগো নিউজের তৈরি একটি ভিডিও ও প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের এ সময় নিজ ক্ষেতে কষ্ট করে উৎপাদিত সবজি বিক্রি করতে না পেরে বিপাকে পড়েন তিনি। এ সংক্রান্ত ওই প্রতিবেদন সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি নজরে আসে জেলা ও উপজেলা প্রশাসানসহ সচেতন মহলে।
Advertisement
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে এবার ত্রাণের সঙ্গে সবজি বিতরণের সিদ্ধান্ত নেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি ) মো. আবদুল মতিন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত আদর্শ কৃষক মো. আমির আলীর বাড়িতে উপস্থিত হয়ে তার ফলমূল ও সবজি বাগান পরিদর্শনকালে এমন ঘোষণা দেন জেলা প্রশাসক।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে হাট-বাজার বন্ধ থাকায় উৎপাদিত সবজি বিক্রির অভাবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সে কারণেই পুষ্টিসমৃদ্ধ সবজি ত্রাণের সঙ্গে বিতরণ শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় কৃষকের সবজি ক্রয়ের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ত্রাণ বিতরণ করা হবে।
Advertisement
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. মাসুদুর রহমান জানান, কৃষক আমির হোসেনের পাশে কৃষি বিভাগ আছে। কৃষি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমরা জেলার সব কৃষককে সেবা দিতে মাঠে কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড, মুক্তি নগর ইউপি চেয়ারম্যান মো. আরশাদ আজিজ রোকন।
এর আগে (১৫ এপ্রিল) ওই কৃষকের সঙ্গে যোগোযোগ করে তার সব টমেটো কিনে নেন রিটেইল চেইন শপ স্বপ্ন’র প্রতিনিধি। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও আমির হোসেনের কাছ থেকে সবজি কেনার আগ্রহ প্রকাশ করেন।
গত শুক্রবার (১৭ এপ্রিল) সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর ও উপজেলা প্রকৌশলী ছবিউল ইসলাম কৃষক আমির হোসেনের বাড়ি গিয়ে তার কাছ থেকে ১০ মণ টমেটো কিনে নেন। পরে ক্রয়কৃত টমেটোগুলো প্যাকেট করে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেন।
Advertisement
উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কৃষক আমির হোসেন। মাত্র ৫ শতাংশ জমি থেকে আজ তিনি কোটি টাকার সম্পদের মালিক। একটি জমিতে চারটি ফসল ফলিয়ে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। গাইবান্ধায় আদর্শ চাষি হিসেবে বেশ সুনাম রয়েছে তার।
জাহিদ খন্দকার/এমএআর/এমকেএইচ