করোনাভাইরাসের কারণে প্রথমে ২১ দিনের, এরপর আগামী ৩ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই লকডাউনের মধ্যে পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে চুল-দাড়ি কাটার বিষয়টি।
Advertisement
কারণ লকডাউনে বাইরে যাওয়ার উপায় নেই। সেলুন বন্ধ। যার ফলে বাড়িতে ট্রিমার দিয়ে দাড়ি কাটার ব্যবস্থা কোনোমতে হয়ে গেলেও সমস্যা হয়েছে চুল নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে বিরাট কোহলি- লকডাউনে ফুটবল ও ক্রিকেট দুনিয়ার দুই বিশ্ব তারকার চুল কাটার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। দুই ক্ষেত্রেই তাদের চুলের ডিজাইনার হয়ে ধরা দিয়েছিলেন তাদের স্ত্রী-বান্ধবীরা।
এবার গৃহবন্দি শচিন টেন্ডুলকারের চুল কাটার ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে। তবে এক্ষেত্রে কারও সাহায্য নিয়ে নয়, নিজেই নিজের চুলের ডিজাইনার হয়ে গেলেন মাস্টার-ব্লাস্টার। তার নয়নাভিরাম স্কোয়্যার কাটের সঙ্গে পরিচিত অনুরাগীরা; কিন্তু হেয়ার-কাটেও যে তিনি সমান পারদর্শী, সে পরিচয় করাতে সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেই নিজের চুল কাটার কয়েকটি ছবি পোস্ট করেছেন শচিন।
ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘স্কোয়্যার কাট থেকে নিজের হেয়ার কাট। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি স্বাচ্ছ্যন্দের সঙ্গেই। আমার হেয়ার স্টাইল কেমন হয়েছে?’
Advertisement
নিজের হেয়ার কাটের সেই ছবিতে শচিন ট্যাগ করেন মুম্বাইয়ের দুই জনপ্রিয় হেয়ার ডিজাইনার আলিম হাকিম ও নন্দন ভি নায়েককে। চেনা মেজাজ ছেড়ে বেরিয়ে শচিনের এই ব্যতিক্রমি পোস্ট বেশ মনে ধরেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। প্রথম দুটি ছবিতে সবুজ রঙের স্লিভলেস টি-শার্টে এবং পরের ছবি দু’টিতে চেরি রঙের হাফ স্লিভ টি-শার্টে দেখা যাচ্ছে লিটল মাস্টারকে।
View this post on InstagramA post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Apr 19, 2020 at 4:59am PDT
উল্লেখ্য, করোনা মোকাবিলায় গত মাসে মহারাষ্ট্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ২৫ লক্ষ টাকা করে সাহায্য করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিক। এখানেই শেষ নয়, চলতি মাসের শুরুর দিকে মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে একমাসের জন্য ৫ হাজার মানুষের খাবার-দাবারের দায়িত্বভার গ্রহণ করেন মাস্টার-ব্লাস্টার। ‘আপনালয়’ নামক ওই সংগঠন মাইক্রোব্লগিং সাইটে শচিনকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করে।
Advertisement
আইএইচএস/