জীবনের জয়গাননাজমুল হুদা
Advertisement
হঠাৎ থমকে যাওয়া পৃথিবীতে, চমকে যাওয়া মানুষের প্রাণে আতঙ্ক ভয়, ছুটছে ফের ঘরের কোণে।পাল্টে যাওয়া প্রকৃতি অপ্রস্তুত মনে ভীতি আনমনে অচেনা লাগে সব, যেন অসম জীবনের মানে।
বাস্তবতায় ডুবে ব্যস্ততার দোহাই কখনো আড়ষ্টতা কমেনিপাশেই ছিল কাছের মানুষ, ঘনিষ্টতা জমেনি।কত কথা জমে ছিল অতো সময় কই? এখন বলব সব, নিরব ঘরের কোণে রই।
উঠোন থেকে উঠে আসা সবুজ লাউয়ের ডগা, টিনের চালে কুমড়ো ফুলপুকুর পাড়ের সজনে গাছের সারি, ফুটন্ত আমের মুকুলকিংবা চড়ুইয়ের চালাকি, দোয়েল শালিকের কলরবকতদিন কিছুই হয় না কো শোনা, ফেলে আসা সেই সব রঙিন শৈশব-আহ!
Advertisement
এরপর বেসুরো নগরে বিরামহীন ইঁদুর দৌড়, ইটের গায়ে লেগে থাকা ঘাম ব্যালকনিতে ঝুলে থাকা টব, ছাদের কোণায় কিংবা শখের বারান্দায় কষ্টের ছাপ মুছে অবিরামসাপ-লুডুর পৃথিবীতে বেঁচে থাকার যুদ্ধ; অবরুদ্ধ সময়অদৃশ্য শত্রুর ছায়ায়, নিরুপায় মানুষের করুণ আহ্বানপ্রকৃতির পরিচর্যা, প্রার্থনা ও মায়ায় শুনি জীবনের জয়গান।
এসইউ/এমকেএইচ