ঢাকার ধামরাইয়ে ছেলে করোনায় আক্রান্ত হওয়ার তিনদিন পর নতুন করে মা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
তিনি বলেন, রোববার (১৯ এপ্রিল) রাতে নতুন করে এক নারীর দেহে করোনা শনাক্ত হয়। বিষয়টি আমরা ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) থেকে নিশ্চিত হয়েছি। এর আগে ১৬ এপ্রিল ওই নারীর ছেলের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে আক্রান্ত ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সেই সঙ্গে ওই ব্যক্তির মায়ের নমুনা পরীক্ষা করা হলে সোমবার পজিটিভ ফলাফল আসে। এর আগে গত ১৬ এপ্রিল একজন স্বাস্থ্যকর্মীর দেহে করোনাভাইরাস পাওয়া যায়।
আল-মামুন/এএম/এমকেএইচ
Advertisement