গোপালগঞ্জে গত ৪৮ ঘণ্টায় ৬ পুলিশ সদস্যসহ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জন। জেলায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পওয়ায় মানুষের মাঝে আাতঙ্কের সৃষ্টি হয়েছে।
Advertisement
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন, কোটালীপাড়ায় ১ জন ও মুকসুদপুর উপজেলায় ১৬ জন রয়েছেন।
এছাড়া গত ৪৮ ঘণ্টায় ৫ উপজেলায় নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে সদর উপজেলায় ১ জন, টুঙ্গিপাড়ায় এক দম্পত্তি ও মুকসুদপুরের ৬ জন রয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
Advertisement
অপরদিকে মুকসুদপুরে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপর্সগ নিয়ে আরও এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। তিনি উপজলোর উজানীর টিকারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় মন্দির ভিত্তিক একটি স্কুলের শিক্ষক ছিলেন।
হুমায়ূন কবীর/এফএ/এমএস