খেলাধুলা

নেত্রকোনায় অনুর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

আইজিপি কাপ আন্তঃথানা অনুর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতা বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে শুরু হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত যুব কাবাডি প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড.তরুণ কান্তি শিকদার। বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান। খেলায় বারহাট্টা বনাম খালিয়াজুরি, মদন বনাম কেন্দুয়া, নেত্রকোনা সদর বনাম পূর্বধলা, দুর্গাপুর বনাম কলমাকান্দা, আটপাড়া বনাম মোহনগঞ্জ অংশ নেবে। ১৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কাবাডি প্রতিযোগিতায় জেলার উপজেলা পর্যায়ের দশটি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় খালিয়াজুরীকে বারহাট্টা উপজেলা দল পরাজিত করে।কামাল হোসাইন/এমজেড/এমএস

Advertisement