ফিচার

মাটির ব্যাংকে জমানো টাকা দিলো রাফসান

ভয়াবহ করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন রাজশাহী সিটি মেয়র (রাসিক) এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ১৪ এপ্রিল নগর সংস্থা ত্রাণ তহবিলে নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

Advertisement

সেই আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই। এ তালিকায় যুক্ত হলো এক শিশু। অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এ যাত্রায় মাটির ব্যাংকে তিলে তিলে জমানো টাকা নিয়ে মেয়রের কাছে হাজির হলো চতুর্থ শ্রেণির রাফসান আরাফাত। রাফসান নগরের শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে নগরের রামচন্দ্রপুর কালুর মিস্ত্রির মোড়ের বাসিন্দা আরাফাত রুবেল ও আলিয়া রুপির সন্তান।

রোববার বিকেলে বাবাকে সাথে নিয়ে নগর ভবনে আসে স্কুলছাত্র রাফসান। অসহায় মানুষের সহযোগিতায় ত্রাণ তহবিলের জন্য সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের হাতে জমানো টাকাসহ মাটির ব্যাংক তুলে দেয়। স্কুলছাত্রের এ মানবিকতা হৃদয় ছুঁয়ে যায় মেয়রের। তিনি মাথায় হাত রেখে দোয়া করেন। মাটির ব্যাংকটি নিজের টেবিলে রেখে দেন।

স্কুলছাত্র রাফসান জানায়, সে দুই বছর ধরে তার মাটির ব্যাংকে টাকা জমিয়েছে। বাবা-মা, নানা-নানি, খালাসহ আত্মীয়-স্বজনরা বিভিন্ন দিবস ও ঈদ উপলক্ষে যে উপহার দেয়, তার মধ্যে কিছু অর্থ সে তার মাটির ব্যাংকে জমা রাখে। করোনা পরিস্থিতে গরিব মানুষ খাবার পাচ্ছে না। টিভিতে খবর দেখে অসহায় মানুষদের খাবার কিনে দিতে সে এ অর্থ দিয়েছে।

Advertisement

রাফসানের বাবা আরাফাত রুবেল বলেন, ‘সিটি মেয়র রাজশাহীর অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা দিতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আমরা পরিবারে আলোচনা করলে রাফসান তার মাটির ব্যাংকে জমানো আনুমানিক সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা দিতে চায়। ছেলের উৎসাহে তাকে নিয়ে নগর ভবনে হাজির হই।’

এ ব্যাপারে মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘স্কুলছাত্র রাফসানের মাটির ব্যাংক নিয়ে হাজির হওয়ার ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে গেছে, আবেগাপ্লুত করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা প্রদান করছেন। আমরাও রাজশাহীতে বিত্তবানদের সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগে মানুষকে সহায়তা করছি। আশা করি সবাই এগিয়ে আসবেন।’

ফেরদৌস সিদ্দিকী/এসইউ/এমকেএইচ

Advertisement