‘পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’-এই গান শোনেনি বাংলা ভাষাভাষী এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। করোনা পরিস্থিতিতে কঠিন বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন এই শিল্পী। ফুরিয়ে গেছে কাঙ্গালিনী সুফিয়ার ঘরের খাবার ও ওষুধ কেনার টাকা।
Advertisement
বর্তমানে কুষ্টিয়াতে আছেন কাঙ্গালিনী সুফিয়া। লালন সাঁইজীর আখড়ায় গান গাইতে গিয়ে কুষ্টিয়াতে আটকা পড়েছেন তিনি।
গণমাধ্যমকে এই শিল্পী বলেছেন, ‘অনেক অভাবের মধ্যে দিন কাটছে। একমাস আগে কুষ্টিয়ার ডিসি অফিস থেকে ১০ কেজি চাল ও ১ কেজি আলু পেয়েছিলাম। সেটা ফুরিয়ে গেছে। এক মাস ধরে ওষুধ কেনার টাকাও নেই। কেউ খোঁজও নেয় না। আমাকে বাঁচান ভাই। আমার ওষুধ কেনার ব্যবস্থা করে দেন। কয়দিন পর তো না খেয়ে মরার অবস্থা হবে।’
কাঙ্গালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাঙ্গালিনী সুফিয়া প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। গান রচনা করেছেন প্রায় ৫০০টি।
Advertisement
তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে কোনবা পথে নিতাইগঞ্জে যাই, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, নারীর কাছে কেউ যায় না, আমার ভাঁটি গাঙের নাইয়া।
এমএবি/এমকেএইচ