দেশজুড়ে

নাটোরে করোনার উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু, ৭ বাড়ি লকডাউন

নাটোরের বাগাতিপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ সর্দি, কাশি ও জ্বর নিয়ে সুকুমার মন্ডল (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে তার মত্যু হয়।

Advertisement

এদিকে সুকুমার মন্ডলের মৃত্যুর খবরে গ্রামবাসী কাউকে তার বাড়িতে না যেতে মাইকিং করেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট না আসা পর্যন্ত তার বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামের বিনয় চন্দ্র মন্ডলের ছেলে সুকুমার মন্ডল ৪-৫ দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। এছাড়া তিনি অ্যাজমার রোগী ছিলেন। এ অবস্থায় রোববার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান, যেহেতু করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাই তার বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনে শেষ কৃত্য করা হবে।

Advertisement

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ