গত দুইদিনে (শনিবার ও রোববার) রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সেটি লকডাউন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
Advertisement
তিনি জানান, গত শনিবার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের প্রথম করোনা শনাক্ত হয়। এরপর রোববার সেখানকার এক নারী চিকিৎসকেরও করোনা ধরা পড়ে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও ওই নারী চিকিৎসকের পরিবারের সব সদস্য এবং হাসপাতালের চিকিৎসকসহ বাকি ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
জিতু কবীর/আরএআর/পিআর
Advertisement