কিশোরগঞ্জের ভৈরবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ২০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি জানান, গত শনিবার (১৮ এপ্রিল) ভৈরব থেকে ৩৩ জনের নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। রোববার সন্ধ্যায় তাদের মধ্যে ১৩ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও ২০ জনের করোনা পজিটিভি রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্য চারজন পুলিশ কনস্টেবল, সাতজন ডাক্তার এবং বাকিরা নার্স ও স্বাস্থ্যকর্মী।
এর আগে ভৈরবে এসিল্যান্ড, ডাক্তার, পুলিশসহ ১৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। এ নিয়ে ভৈরবে এখন পর্যন্ত ৩৫ জন করোনায় আক্রান্ত হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা জানান, ভৈরবের মানুষ সচেতন না হলে সামনে আরও বিপদ অপেক্ষা করছে। সবাইকে সতর্ক করতে গিয়েই এসিল্যান্ড, পুলিশ ও ডাক্তার আক্রান্ত হয়েছে। তিনি সকলকে সচেতন ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।
Advertisement
আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর