দেখতে অনেকটা আইডি কার্ডের কাভারের মতো। ফিতা দিয়ে গলায় ঝুলিয়ে রাখতে হয়। এর নাম ‘ভাইরাস শাট আউট’। প্রতারকদের দাবি এটি একবার গলায় পরলে করোনাভাইরাস নাকি এক মাস পর্যন্ত তিন ফুটের মধ্যে আসতে পারে না। বিশ্বে বিভিন্ন দেশে এই ‘ভাইরাস শাট আউট’ নিষিদ্ধ করা হয়েছে।
Advertisement
তবে বাংলাদেশে ফেসবুকে ‘জি মামা’ নামের একটি অনলাইন পেজে বিজ্ঞাপনের মাধ্যমে এমন একটি পণ্য বিক্রি করে প্রতারণা করছিলেন টিপু সুলতান নামের এক ব্যক্তি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অনেকে বিশ্বাস করে ওই পণ্য কিনতেও শুরু করে।
প্রতারণার বিষয়টি টের পেয়ে রোববার রাতে ঢাকার মালিবাগের মৌচাক মার্কেটের সামনে থেকে এই ‘ভাইরাস শাট আউট’ পণ্য বিক্রেতা টিপু সুলতানকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৫০ পিস ‘ভাইরাস শাট আউট’ প্রোডাক্ট জব্দ করে রমনা মডেল থানা পুলিশ।
এদিন রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম শামীমের নেতৃত্বে চলে এই অভিযান।
Advertisement
অভিযানের বিষয়ে তিনি বলেন, এই পণ্যটি সে চীন থেকে ডিএইচএলের মাধ্যমে এনেছে বলে পুলিশকে জানিয়েছে। এই পণ্য ইতোমধ্যে হংকং, চীন, ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ নিষিদ্ধ করেছে। টিপু সুলতান বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া এটা দেশে এনেছে যা আসলে করোনা প্রতিরোধে কোনো ভূমিকা রাখে না। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে গ্রেফতারের পাশাপাশি ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এআর/বিএ/পিআর
Advertisement