দেশজুড়ে

সিলেটে উপসর্গবিহীন করোনা রোগী শনাক্ত

সিলেটে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে ওই ব্যক্তি উপসর্গবিহীন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে যাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়, সেখানে সদর উপজেলার ওই ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে। ৩৭ বছর বছরের আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। তিনি নিজ ইচ্ছায় তার নমুনা পরীক্ষা করান। এতে পরীক্ষায় রোববার তার শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।

Advertisement

ছামির মাহমুদ/এএম/এমএসএইচ