ঘোষিত ৫ দফা দাবি না মানা হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনসহ ৫ দফা দাবিতে এক মানববন্ধনে এ হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. আবুল বাসার বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত (৯ মার্চ ২০১৪) প্রধান শিক্ষকগণের মর্যাদা ও উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ সময় ঘোষিত ৫ দফা দাবি না মানা হলে সারাদেশে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়। ৫ দফা দাবি হলো-
Advertisement
এক. ৮ম জাতীয় বেতন স্কেলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন নির্ধারণ করা।দুই. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।তিন. সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি প্রদান করা।চার. জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করা এবংপাঁচ. শিক্ষকদের ঘোষিত বেতন প্রদানের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা।মানববন্ধনে এ সময় আরো আরো বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক গাজীউল হক চৌধুরী, আবুল কাশেম, সহ-সভাপতি জুলফিকার আলী, আতিকুর রহমান প্রমুখ।এএস/আরএস/আরআইপি