করোনাভাইরাস শনাক্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জনের মধ্যে ৯ জনকে ছাড়পত্র প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে ৪ জন্য রয়েছে যারা পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয়বার আবারও শনাক্ত হন।
Advertisement
এছাড়া গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন কোনো ব্যক্তি করোনাভাইরাসে শনাক্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।
মাদারীপুরের সিভিল সার্ডন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ১৭ জন ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। এর মধ্যে রোববার ৯ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস নেগেটিভ হওয়ায় তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো সংক্রমিক ৪ জন রয়েছেন। তিনি আরও জানান, ছাড়পত্র পাওয়া ৯ জনের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়া ৪ জন গত ৯ এপ্রিলে এবং বাকি ৩ জন গত ৫ এপ্রিল থেকে মাদারীপুর সদর হাসপাতালের আসোলেশনে ছিলেন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ১৫৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলায় মোট হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৩৮৮ জন। এ পর্যন্ত মোট ২০৩ জনের রিপোর্ট পাওয়া গেছে এবং গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৩৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। একে এম নাসিরুল হক/এমএএস/এমএস
Advertisement