দেশজুড়ে

মানিকগঞ্জ জেলা লকডাউন

করোনার সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সুপারিশে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস বলেন, রোববার সন্ধ্যা ৭টার পর থেকে এ আদেশ কার্যকর করা হবে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস বিস্তার লাভ করায় লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ও লক্ষাধিক মানুষ মারা গেছেন। দেশের বিভিন্ন স্থানে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। সামাজিক দূরত্ব না মানায় এর বিস্তার ঘটছে। এখন পর্যন্ত বিশ্বে এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, এই রোগের একমাত্র প্রতিষেধক হলো পরস্পর থেকে দূরে থাকা। জনসাধারণের একে-অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। মানিকগঞ্জের আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওসব জেলা থেকে মানিকগঞ্জে বেআইনিভাবে অনুপ্রবেশ করছেন অনেকে। এ কারণে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মানিকগঞ্জ লকডাউন থাকবে।

লকডাউনে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মানিকগঞ্জে প্রবেশ করতে বা জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। এছাড়া জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা-যাওয়া করা যাবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না।

Advertisement

তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, ওষুধ, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, সংবাদপত্র সেবা ইত্যাদি লকডাউনের আওতার বাইরে থাকবে। এই আদেশে জরুরি সেবাকাজে নিয়োজিত কর্মী ও যানবাহন চলাচলের ক্ষেত্রে শিথিলতার কথা বলা হয়েছে। তবে অন্যদের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলার সব প্রবেশ ও বহির্গমন স্থানে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস বলেন, এই লকডাউনের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার মানিকগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মানিকগঞ্জে বিভিন্ন উপজেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে সাত।

বি.এম খোরশেদ/এএম/এমএস

Advertisement