দেশজুড়ে

বিতরণে অনিয়ম, ত্রাণ না পেয়ে বিক্ষোভ গ্রামবাসীর

পাবনার ঈশ্বরদী উপজেলায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ত্রাণের দাবিতে ঈশ্বরদীর একাধিক ইউনিয়নে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

Advertisement

একই সঙ্গে ত্রাণ বিতরণের তালিকা ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন গ্রামবাসী। রোববার (১৯ এপ্রিল) সকালে পাকশীতে এ বিক্ষোভ হয়। এর আগে বুধবার মুলাডুলি ইউনিয়নে ত্রাণের জন্য বিক্ষোভ হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিহাব রায়হান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ঈশ্বরদী উপজেলায় রোববার চতুর্থ পর্যায়ে ত্রাণ বিতরণ করা হয়। চাল-ডাল ও নগদ টাকা এবং শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, পৌরসভা এলাকায় ১০ মেট্রিক টন চাল, নগদ ৫০ হাজার টাকা ও ৬০ প্যাকেট গুঁড়ো দুধ বিতরণ করা হয়। উপজেলার পাঁচ ইউনিয়নের প্রতিটিতে পাঁচ মেট্রিক টন চাল, ২৫ হাজার টাকা ও ৩০ প্যাকেট গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে।

Advertisement

এদিকে, চারবারে ঈশ্বরদী উপজেলায় মোট চাল দেয়া হয়েছে ১৩৯ দশমিক ১৯ মেট্রিক টন। এরপরও অনেকেই ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রাজনৈতিক নেতা বলেছেন, এত পরিমাণ ত্রাণ কোথায় কীভাবে চেয়ারম্যান-মেম্বাররা বিতরণ করেছেন তা দৃশ্যমান নয়।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, আমরা যে ত্রাণ পেয়েছি তা সুষ্ঠুভাবে বিতরণ করেছি। কিন্তু প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ কম হওয়ায় বঞ্চিতরা বিক্ষোভ করেছেন।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমকেএইচ

Advertisement