জাতীয়

কর্ম হারিয়ে ময়মনসিংহ যাওয়া গৃহকর্মী ধর্ষণে জড়িতদের শাস্তি দাবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার লক্ষ্মীগঞ্জ এলাকায় এক নারীকে ধর্ষণ এবং ছিনতায়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার(১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

Advertisement

বিবৃতিতে তারা বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ যখন জীবন রক্ষার সংগ্রামে হিমশিম খাচ্ছে, তখন এই ধরনের বর্বর সহিংসতা জঘন্য মানসিকতারই পরিচয়। এ ধরনের ঘটনায় মহিলা পরিষদ অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্নতা প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।

তারা বলেন, করোনা ইস্যুতে গৃহকর্মীর কাজ বন্ধ হয়ে যাওয়ায় ওই নারী তার মেয়ের বাড়িতে যান। গত ১৬ এপ্রিল অসুস্থ স্বামীকে নিয়ে সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাড়ির উদ্দেশে রওনা হলে পথে যানবাহন সংকটে নানা ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদের। এভাবে সন্ধ্যার কিছু পর তিনি ঈশ্বরগঞ্জের লক্ষ্মীগঞ্জ নামক স্থানে এসে পৌঁছান। সেখানে থেকে নিজের বাড়িতে যেতে দীর্ঘ পথ বাকি থাকলেও কোনো যানবাহন পাচ্ছিলেন না তারা। ওই অবস্থায় পায়ে হেঁটে যেতে শুরু করেন তারা। এক পর্যায়ে ওই নারীর আকুতি শুনে তাকে বাড়ি পৌঁছাতে সহযোগিতা করছিলেন শরীফ নামে এক যুবক। এসময় লক্ষ্মীগঞ্জ বাজার থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি তাদের মারধর করে মুঠোফোন ছিনতাই করে এবং ওই নারীকে টেনেহিঁচরে নিয়ে যায় পাশের একটি জঙ্গলে। সেখানে নিয়ে সুজন মিয়া (৪২) নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। এ সময় সুজনকে সহযোগিতা করে মোজাটিয়া গ্রামের শফিক মিয়া, শহীদ মিয়া ও মল্লিকপুর গ্রামের লাল মিয়া। ধর্ষণ শেষে নারীর সঙ্গে থাকা প্রায় ৯ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা।

সারাদেশের নারী ও কন্যাশিশুদের নির্যাতনের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মহিলা পরিষদ।

Advertisement

একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণসহ ধর্ষণের ঘটনা প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করে কার্যকর বিশেষ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে তারা।

এছাড়াও ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সবাইকে বিশেষভাবে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ।

জেইউ/এমএফ/এমএস

Advertisement