চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে আসল বাংলাদেশ বিমানবাহিনী। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন ফ্লাইট সি-১৩০জে এসব চিকিৎসা সামগ্রী নিয়ে ঢাকায় অবতরণ করে।
Advertisement
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাসে শনাক্তের প্রয়োজনীয় কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাত হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, দুই হাজারটি প্রটেকটিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিকেল সেফটিগ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব সামগ্রী আনা হয়েছে।
এছাড়া একই ফ্লাইটে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে বাংলাদেশে করোনাভাইরাসের মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের জন্য চীন থেকে সংগৃহীত আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক ও স্যানিটাইজার ইত্যাদি) আনা হয়।
Advertisement
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য গত শুক্রবার বিমানবাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগেও দেশে করোনা মোকাবিলায় ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই, এক হাজার ইনফারেট থার্মোমিটার পাঠিয়েছে চীন সরকার।
জেপি/এফআর/এমকেএইচ
Advertisement