নিজের এলাকা হবিগঞ্জের চুনারুঘাট ছাড়িয়ে সামাজিক কার্যক্রম সারাদেশে ব্যাপক আকারে চালানোর জন্য মা-বাবার নামে সমাজসেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এটির নাম হচ্ছে ‘এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশন’।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) সুমন ফেসবুকে লাইভে এসে এ কথা জানান। তিনি জানান, নিজের পরিবারের সবার সাথে পরামর্শক্রমে ফাউন্ডেশনটির যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
সুমন বলেন, আমার বাবা এর্শাদ এবং মা আম্বিয়া খাতুনের নামের সাথে মিল রেখে এই নাম দেয়া হয়েছে। যার মাধ্যমে শুধু করোনায় আর্থিক সেবা নয়, পরে এর মাধ্যমে দেশব্যাপী কাজ করার চিন্তা রয়েছে। কারণ দেশে যে ভাইরাস এসেছে, আমি মারাও যেতে পারি। বিশেষ করে একটি কর্মমুখী শিক্ষা (কারিগরি) প্রতিষ্ঠান করার চিন্তা রয়েছে।
‘আপাতত একটি অ্যাকাউন্ট খুলেছি এবং কিছু বিকাশ নাম্বার দিয়েছি। অনেকেই টাকা দিতে চেয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট না করে টাকা নিলে কথা উঠতে পারে, বিশ্বাসের ঘাটতির কারণে।’
Advertisement
যাত্রা উপলক্ষে ফাউন্ডেশনের ফেসবুক পেজে লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, আমরা বিশেষ লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনটির যাত্রা শুরু করেছি। যেহেতু আমার একার পক্ষে ব্যক্তি উদ্যোগে মানুষের সহযোগিতার কাজ ব্যাপক হারে করা সম্ভব নয়। তাই আমরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান করতে চাই। যেন আমি না থাকলেও এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে।
‘আমি যেহেতু ধারাবাহিকভাবে সামাজিক সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছি, দেশে-বিদেশে অনেকেই আমার কাছে সাহায্য-সহযোগিতা পাঠাতে চান, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেই টাকা আমার কাছে না এনে ফাউন্ডেশনের মাধ্যমে একটি অ্যাকাউন্টে এই টাকা রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্থান তৈরি করতে চাই।’
তিনি বলেন, বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা ফাউন্ডেশনটি পরিচালনা করতে চাই, যাতে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক অবস্থান থাকে। আমরা আমাদের এই ফাউন্ডেশনের কাজ দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশনের লক্ষ উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে-১. জাতীয় দুর্যোগে খাদ্য সহায়তা২. প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সহায়তা৩. সুবিধাবঞ্চিতদের আইনি সহায়তা৪. কারিগরি শিক্ষার প্রসারে সহায়তা৫. কৃষি ব্যবস্থার আধুনিকায়নে সহায়তা
Advertisement
প্রতিষ্ঠাকালীন প্রাথমিক কার্যক্রম পরিচালনা বিষয়ে বলা হয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশন শুধু খাদ্য ও স্বল্প পরিসরে চিকিৎসা সহায়তা প্রদান করবে।
আপাতত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ব্যক্তিগত আর্থিক সহায়তায় কার্যক্রম চলবে যতদিন চালানো যায়। তথাপি এই কার্যক্রম দীর্ঘমেয়াদে চলমান রাখার জন্য সুহৃদদের যে কোনো সহায়তা সাদরে নেয়া হবে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই ফাউন্ডেশন সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ফাউন্ডেশনের প্রতিটি কাজ সাংগঠনিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। বর্তমান পরিস্থিতির কারণে সহায়তা বা অনুদান গ্রহণের জন্য আপাতত একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ব্যাবহার করা হচ্ছে।
ইচ্ছুক যে কেউ সহায়তা বা অনুদান পাঠাতে পারেন নিচের যে কোনো মাধ্যমে:১. বিকাশ অ্যাকাউন্ট017634402070175281070801726562402সব নাম্বার পার্সোনাল। সেন্ড মানি অপশন ব্যবহার করতে হবে।
২. ব্যাংক অ্যাকাউন্টSyed Sayedul HaqueSaving Account No: 0963101103180Pubali Bank Ltd.Bar Library Branch, Dhaka
সব মাধ্যমে প্রাপ্ত সহায়তা বা অনুদান নামসহ ফাউন্ডেশনের পেজে প্রকাশ করা হবে। প্রাপ্ত সহায়তা-অনুদান কীভাবে ব্যবহার করা হলো তাও সময়মত জানিয়ে দেয়া হবে।
এফএইচ/এইচএ/এমএস