বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসকে পুঁজি করে রাজধানীর ফার্মেসিগুলো এখনও বেশি দামে বিক্রি করছে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং হ্যান্ড গ্লাভস।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর মতিঝিল আরামবাগ এলাকায় অভিযান করে এর প্রমাণ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। এ অপরাধে আরামবাগের দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।
তিনি জাগো নিউজকে জানান, আজ মতিঝিলের বিভিন্ন এলাকায় অভিযান করা হয়। বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং হ্যান্ড গ্লাভস বিক্রয় করার অপরাধে আরামবাগের রাস ফার্মা ও ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
Advertisement
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করে প্রতারণা করার অপরাধে এজিবি কলোনির প্রতিদিন ডিপার্টমেন্টাল স্টোরকে এক হাজার টাকা এবং ছাপা ডিপার্টমেন্টাল স্টোরকে এক হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানাকরা হয়।
অভিযানে হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এসআই/বিএ/এমএস
Advertisement