জাতীয়

অবশেষে কুর্মিটোলা হাসপাতালের নার্সদের ভোগান্তির অবসান

দেরিতে হলেও অবশেষে করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত রাজধানীর সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত নার্সদের আবাসিক ও খাবার সমস্যার সমাধান হয়েছে। তাদের জন্য রাজধানীর গুলশান ২ নম্বরে একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। হোটেল থেকেই খাবার সরবরাহ করা হচ্ছে। খাবারের মান নিয়েও সন্তুষ্ট নার্সরা।

Advertisement

রোববার দুপুরে জাগো নিউজের এ প্রতিবেদনের সঙ্গে আলাপকালে হাসিমুখে আবাসিক সমস্যার সমাধানের খবর জানান বেশ কয়েকজন নার্স।

জাগো নিউজে তাদের সমস্যা নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় জাগো নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নার্স বলেন, গত কয়েকদিন যাবত থাকা ও খাওয়ার কষ্টে তারা অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে দেরিতে হলেও কর্তৃপক্ষ তাদের সমস্যা বুঝতে পেরে প্রতিশ্রুতি অনুযায়ী সমাধান করেছে। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

Advertisement

উল্লেখ্য, করোনার রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় চার শতাধিক নার্স ডিউটি করনছে। স্বাস্থ্য অধিদফতর ও নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর থেকে তাদের বলা হয়েছিল, বাসা থেকে আসা-যাওয়া করে ডিউটি করলে তাদের পরিবারের সদস্যরা সংক্রমিত হতে পারেন। তাই তাদের জন্য আবাসিক হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু তারা বাসা থেকে চলে আসার পর তাদের জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা করা হয়নি। ফলে হাসপাতালে ডিউটি করার পর তাদের ওই হাসপাতালের ফাঁকা ওয়ার্ড, ড্রেস চেঞ্জিং রুম ও ডরমেটরিতে কষ্ট করে থাকতে হয়। তাদের জন্য প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহের কথা থাকলেও রোগীদের জন্য বরাদ্দ খাবার তাদের দেয়া হয়। এ নিয়ে নার্সদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল।

এমইউ/জেডএ/এমএস